অনুপম হায়াৎ ( মতিউর রহমান ভুঁইয়া) -এর জন্ম ১৯৫০-এর ১ জুন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উজান গোপিনী পশ্চিম পাড়ায়। স্থানীয় মনােহরদী প্রাইমারী শিক্ষা এবং (সোহরাওয়াদী কলেজ) শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৭২-এ এম,এ, ডিগ্ৰী লাভ করেন। পরে তিনি এম,এ, (রাষ্ট্রবিজ্ঞান) প্রথম পর্ব, এসোসিয়োটশিপ সাটিফিকেট কোর্স (চলচ্চিত্র) এবং ডি.এইচ.এম.এস পাশ করেন।
বর্তমানে তিনি উপ-উর্ধ্বতন নির্বাহী (পর্ষদ) পদে কর্মরত।
কৈশোরে কবিতা লেখার মাধ্যমে তাঁর সাহিত্য চর্চার সূত্রপাত। শিক্ষা ও চাকুরী ' চলচ্চিত্র, নজরুল রবীন্দ্রনাথের জীবন ও কর্ম, বাঙ্গালী মনীষীদের জীবন-চরিত ও ঢাকার ইতিহাস-সংস্কৃতি তীর গবেষণার প্রধান ক্ষেত্র।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে অন্যতম হল , বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস (গবেষণা-১৯৮৭), ফতেহ লোহানী (জীবনী-১৯৯৪), সৈয়দ মোহাম্মদ তৈফুর (জীবনী-১৯৯৫), নাট্যাঙ্গনে নজরুল (প্ৰবন্ধ। ১৯৯৭), নাট্যকারী নজরুল (গবেষণা-১৯৯৭), মেহেরবানু খানম (জীবনী-১৯৯৭), দোলন চাপার হিন্দোল (প্রবন্ধ-১৯৯৮), চলচ্চিত্র জগতে নজরুল (গবেষণা-১৯৯৮), সেকালে বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র কমী (জীবনী-১৯৯৯), রঙ্গমঞ্চে নজরুল (গবেষণা-২০০০), পুরানো ঢাকার সাংস্কৃতিক প্রসঙ্গ (গবেষণা-২০০১) প্রভৃতি।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ জনসংযোগ সমিতি, বাংলা একাডেমী, নজরুল একাডেমী, বাংলাদেশ চলচ্চিত্র অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে সদস্য। হিসেবে জড়িত। চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা এবং পুরস্কার বিচারক কমিটিতেও কাজ
পুরস্কার: বাচসাস-এর এস এম পারভেজ স্মৃতি পদক (১৯৮৭), কবি জসীমউদাসীন সাহিত্য পরিষদ পদক, (১৯৮৮), নারায়ণগঞ্জ সাহিত্য সম্মেলন পদক (১৯৯৮), হাকিম হাবিবুর রহমান স্মৃতি পদক (১৯৯৯), বাংলাদেশ টেলিভিশন রিপাের্টার্স এসোসিয়েশন পদক পান ।